কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ক্ষেত্রে সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা প্রদান করেছে জয়পুরহাটের বেসরকারি সংস্থা জাকস ফাউন্ডেশন। বুধবার সকালে জাকস ফাউন্ডেশনের মিলনায়তনে জেলার ১০ জন সফল উদ্যোক্তার হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত হোসেন।
এসময় জাকস ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক আবুল বাসার,উপজেলা কৃষি কর্মকর্তা কায়সার ইকবাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিয়াউর রহমান, জাকস ফাউন্ডেশনের
উপপরিচালক খোরশেদ আলম, ওবায়দুল ইসলাম, মানবসম্পদ বিভাগের পরিচালক মর্তুজা আক্তার উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ