টাঙ্গাইলের গোপালপুরে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল এবং উত্তর পাথালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নগদা শিমলা ইউনিয়নের বাইশকাইল গ্রামের জহুর আলীর ছেলে ফজলুর হক (৫০) এবং উত্তর পাথালিয়া গ্রামের মৃত আব্দুল ছামাদের ছেলে আবুল কাশেম (৪০)।
পুলিশ ও স্থানীয়রা বলেন, বুধবার বাইশকাইল গ্রামে ঝড়-বৃষ্টির মধ্যে ক্ষেতে গরু আনতে যায় ফজলুর হক। পরে তিনি গরু নিয়ে বাড়িতে ফেরার পথে বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন নিহতের লাশ বাড়িতে নিয়ে যায়।
অপরদিকে উত্তর পাথালিয়া গ্রামের আবুল কাশেম বৃষ্টির সময় চড়ায় ঘাস কাটতে যায়। এ সময় ঝড় ও বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে কাশেম গুরুত্বর আহত হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএ