বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেনের সুস্থতা কামনায় কুমিল্লা উত্তর জেলা ও তিতাস উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার তিতাস উপজেলার গাজীপুরের তিতাস ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো.আক্তারুজ্জামান সরকার। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সী।
তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওসমান গণি ভূইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মো. তৌফিক মীর, মো. রমিজ উদ্দিন লন্ডনী ও মো. মহিউদ্দিন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সাদেক হোসেন সরকার, হোমনা উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল হক জহর, দেবিদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আলী হোসেন মোল্লা প্রমুখ।
মিলাদ মাহফিলে ড. খন্দকার মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতা কামনায় মোনাজাত করেন গাজীপুর মধ্য পাড়া শাহী জামে মসজিদের ইমাম মাওলানা ফারুক হোসেন।
উল্লেখ্য, অসুস্থ ড. খন্দকার মোশাররফ হোসেন বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন