ফরিদপুরের মধুখালীতে খেজুরের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার বিকাল ৫টায় মধুখালী উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে উপজেলার কোরকদী ইউনিয়নের রামদিয়া বটতলা এলাকায় খেজুরের চারা রোপন কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিয়াউল হক।
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা কৃষি অফিসার আলভীর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গৌরপদ বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারহানা আক্তার প্রমুখ।
ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জিয়াউল হক বলেন, ফরিদপুরে খেজুর গাছ ও খেজুরের জন্য এক সময়কার বিখ্যাত জেলা। এখন খেজুরগাছ প্রায় বিলুপ্তি হতে চলেছে। যার ফলে খেজুরের রস, গুর, পাটালি পর্যাপ্ত পাওয়া কষ্টকর। এ জন্য ফরিদপুরের সকল উপজেলাতে ১ লাখ ১০ হাজার দেশি ও বিদেশি জাতের খেজুরের বীজ রোপন করার উদ্যোগ নিয়েছে ফরিদপুর জেলা কৃষি অধিদপ্তর।
বিডি প্রতিদিন/এএম