সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে স্লোগান দেওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিক্ষোভ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ।
বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী চৌড়াস্তা মোড়ে একটি বিক্ষোভের আয়োজন করা হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে উপজেলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগের নেতাকর্মীরা অংশ নেয়।
মিছিল শেষে শহীদ মিনার চত্ত্বরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। এই সরকারের উন্নয়নের ধারা নষ্ট করার জন্য বিএনপি নানা ধরনের অপকর্ম করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
বিএনপির উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই আমরা এখনো বেঁচে আছি। আমরা থাকতে আমাদের নেত্রী ও আমাদের দলের ক্ষতি করা কখনো সম্ভব না।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলীসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের কঠোর শাস্তির দাবি করেন বক্তারা।
বিডি প্রতিদিন/এএ