ফরিদপুর চরভদ্রাসনের “চরভদ্রাসন স্পোর্টিং ক্লাব” এর খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম রাসেল ইসলাম নূর ।
ক্রীড়া সামগ্রী গ্রহণ করে সংগঠনের সভাপতি শেখ নাজমুল জানান, ক্লাবের খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রীর সংকট ছিল। এসিল্যান্ড বিষয়টি জানতে পেরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এ উপকরণের ব্যবস্থা করেন। ক্রীড়া পরিদপ্তরের পক্ষ হতে এ সংগঠনকে ক্রিকেট খেলায় ব্যবহার্য নানারকম বিশটি সরঞ্জাম ও ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন, দাবা, হ্যান্ডবল, ক্যারামবোর্ড এর বিশটি সরঞ্জাম প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্যা, চরভদ্রাসন সরকারি কলেজের সাবেক ভিপি মিজানুর রহমানসহ উক্ত সংগঠনের সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ