২৩ জুন, ২০২৩ ১৬:৫০

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। 

এসময় জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন। 

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। পরে এক বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়। 

এরপর দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর