কক্সবাজারের টেকনাফে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর হলেন- মোহাম্মদ জুনায়েদ (১৪) হ্নীলা ইউনিয়নের নাটমুড়া পাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
শনিবার বেলা ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ নাটমোরা পাড়া এলাকায় বৈদ্যুতিক লাইনে সংযুক্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কিশোর মারা গেছে।
স্থানীয়রা জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ নাটমোরা পাড়া এলাকায় বৈদ্যুতিক লাইনে সংযুক্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ জুনায়েদ (১৪) নামে এক কিশোর মারা গেছে। এ ঘটনায় দুইজন আহত হয়েছে। তবে আহত ব্যক্তিদের নাম ঠিকানা জানা যায়নি। জ্ঞান হারিয়ে হয়ে মাটিতে পড়ে যায়। উপস্থিত লোকজন তাদেরকে দ্রুত উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।নিহতের পিতা নুরুল ইসলাম জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ নাটমোরা পাড়া এলাকায় বৈদ্যুতিক লাইনে সংযুক্ত তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার ছেলে মারা যায়।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী বলেন, বিষয়টি নিহতের পরিবার থেকে আমাকে অবহিত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় একটি লিখিত আবেদন দায়েরের পর অনুমতি স্বাপেক্ষে নিহতের লাশ দাফনের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম