৯ জুলাই, ২০২৩ ১৯:৩৬

টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাইট্যং পাড়ার বরফকল এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় একটি কাঠের নৌকাও জব্দ করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। বিজিবির কয়েকটি টহলদল উপদলে ভাগ হয়ে কেওড়া বাগানের আড়ালে কৌশলগত অবস্থান নেয়। এসময় দুই ব্যক্তি পালিয়ে গেলেও তল্লাশী চালিয়ে কাঠের নৌকার পাটাতনের ভেতরে কালো পলিথিন দিয়ে মোড়ানো পোটলার ভিতর থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পালিয়ে যাওয়া ব্যক্তিদের আটক করতে বিজিবির গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, উদ্ধারকৃত নৌকা টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে। মালিকবিহীন ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে পরবর্তীতে  ঊর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর