মাগুরায় প্রথমবারের মতো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হতে যাচ্ছে। শুক্রবার (১৪ জুলাই) বিকাল ৩ টায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। উ
দ্বোধন করবেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি (ভারপ্রাপ্ত) গাজী মেজবাউল হোসেন সাচ্চু, প্রধান বক্তা থাকবেন এ কে এম আফজালুর রহমান বাবু। বিশেষ অতিথি থাকবেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।
সম্মেলন উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে মাগুরা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছে। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রিয়াজুল হাসান ও সদস্য সচিব জামির হোসেন শুক্রবারের সম্মেলন নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন।এসময় তারা সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন। বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান। আয়োজকরা জানান, মাগুরাতে স্বেচ্ছাসেবক লীগের এটাই প্রথম সম্মেলন। এর আগে ২০০৩ সালে ও ২০১৭ সালে আহ্বায়ক কমিটি গঠিত হয়। ২০২২ সালের শেষের দিকে আমাদের এই সম্মেলনের প্রস্তুতি কমিটি গঠিত হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ