নাটোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কলা চাষী আবুল কালামকে পিটিয়ে হত্যার প্রধান অভিযুক্ত কামাল হোসেনসহ সকল আসামিকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন এবং বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর সদর উপজেলার কাফুরিয়া জলার পাড়া থেকে এলাকাবাসী এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাফুরিয়া বাজারে এসে শেষ হয়। সেখানে নাটোর-রাজশাহী মহাসড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে উত্তেজিত জনতা হত্যাকারী কামাল হোসেনের বাড়িতে অগ্নিসংযোগ করতে গেলে পুলিশ আলতাফ আলী নামে একজনকে আটক করেছে। মানববন্ধনে বক্তব্য রাখেন কাফুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, কাফুরিয়া ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, সংরক্ষিত আসনের ইউপি সদস্য শিল্পি বেগম, নিহত আবুল কালামের মেয়ে কাজলী, কাফুরিয়া হোসেন সোহারাওয়ারদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনর রশিদসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা বলেন, গত ১২ জুলাই সকালে প্রকাশ্যে নিরীহ কলা চাষী আবুল কালামকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যাকারী কামাল হোসেনসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু পুলিশ এখনো কাউকে গ্রেফতার করছে না। হত্যার পরদিন র্যাব একজনকে গ্রেফতার করলেও অন্য আসামীরা রয়েছে ধরাছোঁয়ার বাহিরে।বিডি প্রতিদিন/এএ