১৬ জুলাই, ২০২৩ ২০:৫২

বরিশালে দুই প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে দুই প্রতারক আটক

প্রবাসী নারীর অশ্লীল ভিডিও ধারণ করে লাখ চাঁদা দাবির অভিযোগে বরিশালে দুই যুবককে আটক করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন। শনিবার বিকেলে জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকা থেকে তাদের আটক করে তারা। 

রবিবার সকালে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং অফিসার মো. মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া।

আটক দুই জন হল- নগরীর বিমানবন্দর থানাধীন বাদলা গ্রামের মো. শাকিব খান (২৪) ও মো. খলিল বেপারী (৩৫)। 

মোয়াজ্জেম হোসেন ভ‚ঁইয়া আরও জানান, বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা এলাকার বাসিন্দা এক প্রবাসী নারীর সাথে তার স্বামী বরিশাল নগরীর বিমানবন্দর থানা এলাকার বাদলা গ্রামের মো. রাকিবের দাম্পত্য কলহ বিরাজ করছে। ওই প্রবাসী নারী তার পারিবারিক কলহ মেটাতে আটক সাকিবের সাহায্য চান। সাকিব ভিকটিমকে তার স্বামীর সঙ্গে সম্পর্ক উন্নয়ন করিয়ে দেয়ার কথা বলে ঘনিষ্ঠ হয়। সে ভিডিও কলের মাধ্যমে ওই নারীর অশ্লীল দৃশ্য ধারন করে। পরে ওই অশ্লীল দৃশ্য পূঁজি করে সাকিবের সহযোগী ওই প্রবাসীর নারীর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। ওই নারী চাঁদা চাওয়ার রেকর্ড সংরক্ষন করে বরিশালে অবস্থানরত তার নিকটাত্মীয়ের কাছে পাঠায়। তাদের অভিযোগের ভিত্তিতে এপিবিএন এর একটি দল শাকিব ও তার সহযোগী খলিলকে আটক করে। 

এ ঘটনায় আটক দুই জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান অতিরিক্ত ডিআইজি মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া।


বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর