ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় সাংবাদিক আজিম উদ্দিন মাষ্টারের (৭৯) মৃত্যু হয়েছে। তিনি গফরগাঁও প্রেসক্লাবের সিনিয়র সদস্য এবং দৈনিক খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গফরগাঁও প্রেসক্লাবের সদস্যরা।
ময়মনসিংহ রেলওয়ে (জিআরপি) থানার ওসি মো: মহিউদ্দিন আহম্মেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সাংবাদিকরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আজিম উদ্দিন বাড়ি থেকে বের হয়ে মীরবাজার রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেন তাকে ধাক্কা দিলে মাথা ও হাত-পায়ে আঘাত পেয়ে পাশের সড়কে ছিঁটকে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মৃত্যু হয়। মঙ্গলবার রাত নয়টায় ষোলহাসিয়া ঈদগাহ মাঠে জানাযার পরে গ্রামের বাড়িতে দাফন করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানান নিহত সাংবাদিক আজিম উদ্দিনের ছেলে মো. সোহেল।বিডি প্রতিদিন/হিমেল