আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, আন্তর্জাতিক মহলের নামে ভিত্তিহীন বিভ্রান্তি ছড়িয়ে বিএনপি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির চেষ্টা করছে। বিএনপির পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার যড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
মঙ্গলবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, বিশ্ব মোড়লদের আধিপত্যবাদের লড়াইয়ে নিরপেক্ষ অবস্থানে থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেবেন। তিনি বাংলাদেশকে অনন্য উচ্চতায় দাঁড় করিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতির উপর ভিত্তি করে বাংলাদেশ চলছে। কোনো রাষ্ট্রই আমাদের শত্রু বা বিশেষ বন্ধু নয়। ধোঁকাবাজি, গলাবাজি করে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করা যাবে না।বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একটি রাজনৈতিক দল সরকার পতনের দাবিতে মানুষ পোড়ানো, গাড়ি ভাঙচুর, নৈরাজ্য সৃষ্টির অপরাজনীতি শুরু করেছে। রাজনৈতিকভাবে দেওলিয়া ও নেতৃত্বশূন্য হয়েই বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা করছে। মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ শক্তিকে সাথে নিয়েই তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ লড়াই করবে।
আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে। জনগণের ম্যান্ডেট নিয়েই আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে।
এর আগে শোকের মাস আগস্টের সূচনায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আব্দুর রহমান। জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম, সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, সুজানগর উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই