৩ আগস্ট, ২০২৩ ১৮:৪৭

ফরিদপুরে মোটরসাইকেল নিয়ে জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি জারি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে মোটরসাইকেল নিয়ে জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি জারি

রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। এ নিয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২ আগস্ট জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ গণবিজ্ঞপ্তিটি জারি করা হয়। 

গণবিজ্ঞপ্তি বলা হয়, সড়ক ও মহাসড়কে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালানো যাবে না। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন এবং হেলমেট ব্যতিত মোটরসাইকেল চালালে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ জানান, সাম্প্রতিক সময়ে বেশ কিছু সড়ক দুর্ঘটনা ঘটেছে। যার প্রধানতম কারণ হচ্ছে মোটরসাইকেল। রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোটর সাইকেল দুর্ঘটনা ঘটছে। এরই প্রেক্ষিতে সর্ব সাধারণের অবগতির জন্য এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হেলমেট ব্যবহার করলে এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। 

জেলা প্রশাসক কর্তৃক এ গণবিজ্ঞপ্তি জারির বিষয়টি ফরিদপুরবাসী সাধুবাদ জানিয়েছে।  

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর