দিনাজপুরের বীরগঞ্জ-ঠাকুরগাও জেলার গড়েয়া আঞ্চলিক সড়কের দেবীপুরের সেতুটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সেতুটির মাঝখানে ঢালাই উঠে ভেঙে গেছে। বড় আকারের গর্ত হয়েছে। এরই মধ্যে ছোট-বড় অনেক দুর্ঘটনা ঘটেছে।অনেকের পা-হাত ভেঙে গেছে। অঙ্গহানিও হয়েছে। প্রতিনিয়তই এ ধরনের ঘটনা ঘটছে। এ অবস্থাতেও ট্রাক, বাস, অটোসহ সব ধরনের যান চলাচল করছে। বীরগঞ্জের নিজপাড়া ইউপির এই সেতুটির উপর দিয়ে নিজপাড়া, মরিচা, পলাশবাড়ি এবং শিবরামপুর ইউপির হাজার হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করেন। বিশেষ করে রাতে চলাচলে বেশি ঝুঁকিপূর্ণ।
আব্দুল মতিনসহ দেবীপুরের স্থানীয়রা জানায়, বীরগঞ্জ উপজেলার কয়েকটি ইউপির সাথে ঠাকুরগাওয়ের গড়েয়ার সাথে এই সড়কটি সংযোগ রয়েছে। আর এই সড়কের নিজপাড়া ইউপির দেবীপুরে এই সেতুটির মাঝখানে ভেঙে গর্ত হয়ে আছে। এ অবস্থায় ওই সড়কে প্রতিদিন শত শত নানাধরনের যানবাহন চলাচল করে থাকে। ওই যানবাহনগুলোকে সেতুটি পার হতে হয় ঝুঁকি নিয়ে। রাতে চলাচলে আরও ঝুকি। সেতুটির মাঝখানের বেশি অংশ ভেঙে গেছে। যে অংশে একটু ভাল আছে, সেদিক দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ। আবার সেতুটির পার্শ্বে রয়েছে খাল। যে কোন সময় ঘটে যেতে পারে বড় ধরনের কোন দুর্ঘটনা। ভেঙে পড়লে ওই পথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং বাড়বে জনদুর্ভোগও।
এ ব্যাপারে বীরগঞ্জের নিজপাড়া ইউপির চেয়ারম্যান আনিস জানান, বিপদজনক ওই সেতুর উপর দিয়ে চলাচল করছে সাধারন মানুষ। বিশেষ করে রাতে চলাচলে বেশি বিপদজনক। দুর্ঘটনাও ঘটেছে। তবে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরই মধ্যে ইঞ্জিনিয়ার এসে দেখে গেছেন। শুনেছি শীঘ্রই সেতুটির উপরি অংশের ছাদটা ভেঙে নতুন করে নির্মাণ করা হবে। কাজও শীঘ্রই শুরু হবে বলে জানান তারা।বিডি প্রতিদিন/এএ/কেআই