শরীয়তপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চৌরঙ্গী মোড়ে সকাল ৯ টা৩০ মিনিটে পুষ্পস্তবক অর্পণ করেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ, শরীয়তপুর পুলিশ সুপার মো. মাহবুবুল আলম। এছাড়াও শ্রদ্ধা জানান, সদর উপজেলার নির্বাহী অফিসার জ্যোতি চন্দ্রবিকাশ। শরীয়তপুর জেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে। এ ছাড়াও শ্রদ্ধা জানান ছাত্রলীগ, যুবলীগ, মহিলালীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল