মানিকগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসক রেহেনা আক্তার, পুলিশ সুপার গোলাম আদাজ খান, পৌর মেয়র মো.রমজান আলী, জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শ্রদ্ধা জানান।
এরপর মানিকগঞ্জ পৌরসভার হলরুমে এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/নাজমুল