১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উইজডম ল্যাব স্কুল এন্ড কলেজ এর উদ্যেগে ৫৭৭ জন ক্ষুদে শিক্ষার্থীর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উইজডম শিক্ষা পরিবারের আয়োজনে শেরপুর শহরের মাধবপুরে উইজডম ল্যাব.স্কুল এন্ড কলেজ শেরপুর শাখায় দুই পর্বে এই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, শেরপুরে শাখায় প্রি প্লে থেকে ৮ম শ্রেণী পর্যন্ত নিবন্ধন পক্রিয়ার মাধ্যমে ৫৭৭ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ্রগহণ করেন। পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধু স্বাধীনতা মুক্তিযুদ্ধ সংক্রান্ত নানা প্রশ্ন ছিল। স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে পরীক্ষায় নানা শ্রেণিভিত্তিক ক্লাশের প্রথম স্থান অধিকারিদের নগদ ২০০০ নগদ টাকা, দ্বিতীয় স্থান অধিকারিদের ১০০০ টাকা, তৃতীয় স্থানের জন্য ৫০০ টাকা প্রদান করা হবে। এছাড়া সনদ, ক্রেস্ট, মেডেল দেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল