১৮ আগস্ট, ২০২৩ ১৯:০০

বাগেরহাটে ইলেকট্রিক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ইলেকট্রিক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার একটি ভাড়া ঘর থেকে ঝুলন্ত অবস্থায় শুভ হোসেন (২৪) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৩টায় পুলিশ ঘটনাস্থল থেকে ইলেকট্রিক মিস্ত্রির মরদেহ উদ্ধার করে। শুভ হোসেন খুলনা মহানগরের মুজগুন্নি এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, খুলনা মহানগরের মুজগুন্নি এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে ইলেকট্রিক মিস্ত্রি শুভ হোসেন তার স্ত্রী ও সন্তান নিয়ে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর এলাকার মো. শহিদ উদ্দিনের বাড়িতে ঘরভাড়া নিয়ে বসবাস করতেন। স্ত্রী নদী বেগম ও ৪ বছরের মেয়ে বাসায় না থাকায় শুক্রবার দুপুর ১২টার দিকে শুভ হোসেন বাসার ফ্যানের হুকের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। শুক্রবার বিকালে বাড়ির মালিক জানালা দিয়ে শুভ হোসেনকে ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখে পুলিশকে খরব দেয়। পুলিশ বাসার জরজা ভেঙে বিকাল ৩টায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পারিবারিক কলহের কারণে এই আত্মহননের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। ময়না তদন্তের জন্য মরদেহটি বাগেরহাট জেলা ২৫০ বেড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর