২৭ আগস্ট, ২০২৩ ২২:২০

মাগুরায় শোকাবহ আগস্টে মাসব্যাপী কর্মসূচি

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় শোকাবহ আগস্টে মাসব্যাপী কর্মসূচি

মাগুরায় শোকাবহ আগস্টের মাসব্যাপী কর্মসূচি হিসেবে রবিবার বিকালে ইটখোলা মোড়ে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। 

এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ ক্ন্ডুু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী রেজাউল হক, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল, যুগ্ম সম্পাদক শাখারুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক রানা আমির উসমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুল, জেলা কৃষক লীগের সভাপতি মইনুল ইসলাম পলাশ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামির হোসেন, স্থানীয় কাউন্সিলর আসিফ আল আসাদ মেলিন প্রমুখ।

এর আগে সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল হাসানের সভাপতিত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা মৎস্যজীবী লীগের সভাপতি দাউদ জোয়ার্দারের সভাপতিত্বে দুপুরে মৎস্যজীবী লীগ এ কর্মসূচি পালিত হয়েছে। সেখানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুজ্জামান শিখর। 
                                                      
বিডি প্রতিদিন/এএম

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর