৩১ আগস্ট, ২০২৩ ১২:২৮

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কুতুবদিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে মায়মুনা আক্তার নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে উপজেলার বড়ঘোপ ইউনিয়নের মিয়ার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু মায়মুনা আক্তার ওই এলাকার ফারুকের  মেয়ে। 

প্রত্যেক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বাড়ির লোকজনের অগোচরে উঠানের সামনে পুকুরের পানিতে ডুবে যায় মায়মুনা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর