২ সেপ্টেম্বর, ২০২৩ ১০:০২

মাদারীপুরে বসতঘর থেকে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বসতঘর থেকে গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার

মাদারীপুরের শিবচরে এক কৃষকের বসতঘর থেকে একটি গ্রেনেড সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। টেলিভিশনের সংবাদে গ্রেনেড দেখে চিনতে পেরে প্রায় ৬ মাস নিজের ঘরে রাখা গ্রেনেড সদৃশ বস্তু পুলিশের হাতে তুলে দিতে ৯৯৯ এ খবর দেয় পরিবারটি।

পরে শুক্রবার রাত ১০টার‌ দি‌কে ওই বাড়িতে পুলিশ গিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ বিষয়ে ভদ্রাসন পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, ওসি স্যারের কাছ থেকে খবর পেয়ে ওই বাড়িতে গেলে পরিবারের লোকজন গ্রেনেড সদৃশ একটি বস্তু আমাদের কাছে দেয়। আমরা বালতির মধ্যে বালু চাপা দিয়ে গ্রেনেড সদৃশ বস্তুটি উদ্ধার করে হেফাজতে রেখেছি।

তিনি আরও বলেন, প্রায় ৫/৬ মাস আগে শিশুরা খেলতে গিয়ে একটি ঝোপের মধ্যে এটি পেয়েছিল। পরে মিজানুরের কলেজ পড়ুয়া মেয়ে বস্তুটি চিনতে না পেরে ঘরে রেখেছিল। আজকে টেলিভিশনের সংবাদ দেখে গ্রেনেড চিনতে পেরে তারা পুলিশে খবর দিয়েছিল।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর