বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে সরকারি কলেজ মোড় থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর কলেজের কাছে এসে শেষ হয়।
এর আগে সরকারি কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশের বক্তরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী অঙ্গীকার তত্ত্বাবধায়ক সরকার, আমাদের আন্দোলনকে দমানো যাবে না। গুম, খুন ভয় দেখিয়ে কোন লাভ নেই। মামলা, হামলার অনেক শিকার হয়েছি আর না। জনগণ যখন রাস্তায় নেমেছে এ সরকারের পতন করেই আমরা ঘরে ফিরব।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন