ঢাকায় আজ আওয়ামী লীগের সুধী সমাবেশে যোগ দিতে ট্রেন রিজার্ভ করে যাচ্ছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ।
আজ সকাল ১০ টার দিকে টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশন থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হোন।
এ সময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম বলেন, টাঙ্গাইলের ১৩টি ইউনিটের প্রায় ১৭ হাজার লোকজন নিয়ে ঢাকার সুধী সমাবেশে যোগ দিচ্ছি, তিনশতাধিক বাস গাড়ি ও একটি বিশেষ ট্রেন নিয়ে এ সুধী সমাবেশে যোগ দিচ্ছে নেতাকর্মীরা।
আওয়ামী লীগ কর্মী সুলতান হোসেন পান্না বলেন, নেত্রীর নির্দেশে সুধী সমাবেশে যোগ দিচ্ছি, ট্রেনে যেতে পেরে ভালো লাগছে। আরেক কর্মী আব্দুর রহিম মিয়া বলেন, বাস-ট্রাক ও মাইক্রোবাসেও নেতাকর্মীরা যাচ্ছে, তবে সব চেয়ে ভালো লাগছে যে আমরা ট্রেন ভাড়া করে সমাবেশে যোগ দিতে পারছি। সেই সাথে আমরা সঠিক সময়ে যানজটমুক্তভাবে সমাবেশে পৌছাতে পারবো।
টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সোহেল খান বলেন, ট্রেনের উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করে তারা এ ট্রেনটি রিজার্ভ করেছে। ট্রেন ভাড়া বাবদ ২ লাখ ২৯ হাজার ৪২৬ টাকা প্রদান করেছে।
এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন