লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সেলিম রেজা (৪৫) নামে এক ব্যক্তি মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে গাছের সঙ্গে ধাক্কায় নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার শ্রীরামপুর মিঠাইবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম রেজা উপজেলার ঝালঙ্গী সীমান্তের নুর ইসলামের ছেলে। তিনি একজন ব্যবসায়ী।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বুড়িমারী বাজার থেকে গভীর রাতে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। মিঠাইবাড়ি নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শনিবার সকালে পথচারীরা রাস্তার পাশে তার লাশ দেখতে পেয়ে পাটগ্রাম থানায় খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার জন্য জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই