নেত্রকোনায় বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে একদিন পর। শনিবার সকালে শহরের অদূরে মদন বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে র্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।
দলীয় কার্যালয় বন্ধ থাকলেও নেত্রকোনা জেলা বিএনপির আয়োজনে বনুয়াপাড়া আবহাওয়া অফিসের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের মদন-কেন্দুয়া বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে দাঁড়িয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা।
এসময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মো. আনোয়ারু হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সদস্যসচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালী। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজেদুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এসএম মনিরুজ্জামান দুদুসহ অনেকেই।
বিডি প্রতিদিন/এমআই