মুন্সীগঞ্জে দীর্ঘ প্রতীক্ষার পর সিরাজদিখান ও শ্রীনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সিরাজদিখান উপজেলার শেখর নগরের সিরাজদিখান উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মোহাম্মদ আব্দুল্লাহর বাড়িতে এই দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুস সালাম আজাদ। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্রীনগর উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি'র সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব মো. কামরুজ্জামান রতন।
এ ছাড়াও আরো বক্তব্য রাখেন ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান খান, মোহাম্মদ আলী আজগর রিপন মল্লিক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিরাজদিখান উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মোহাম্মদ আব্দুল্লাহসহ জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই