কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে ভেসে আসা একটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌ বাহিনী। শনিবার দুপুর ১২টার দিকে আলি আকবর ডেইল ইউনিয়নের পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে মরদেহের নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ওসি (তদন্ত) কানুন সরকার।
তিনি জানান, কুতুবদিয়া চ্যানেলে ভাসমান একটি লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌ বাহিনী। তবে প্রাথমিকভাবে মরদেহের পরিচয় জানা সম্ভব হয়নি।
ওসি আরও বলেন, কয়েকদিন আগে কুতুবদিয়ার একটি বোট ডুবে যায়, সেখানে ৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও একজনকে মৃত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে এখনো একজন নিখোঁজ রয়েছে। আমরা তাদের পরিবারকেও খবর দিয়েছি।
বিডি প্রতিদিন/এমআই