বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভযাত্রা বের করে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবু গ্রুপ।
আজ শনিবার দুপুর ১২ দিকে শহরের আদর্শ মহিলা কলেজ রোডের বাসা একটি শোভাযাত্রা বের করে বিএনপির একাংশ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি পান্না চত্বর অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয় সড়ক এলাকায় সংঘর্ষের সূত্রপাত হয়। এ ঘটনায় পুলিশের তিন সদস্যসহ বিএনপির অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টার দিকে একটি শোভযাত্রা সাবেক সংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসা থেকে বের হয়। শোভযাত্রায় আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের নেতৃত্বে রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী যোগ দেন। শোভাযাত্রাটি পান্না চত্বর অতিক্রম করে শিল্পকলা হয়ে আলী নেওয়াজ খৈয়মের বাসভবনের ফিরে আসতে যায়। মিছিলের মাঝখানে বিএনপির নেতাকর্মীদের সাথে এ সময় পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে পুলিশ।
বিএনপির সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম দাবি করেন, আমার নেতাকর্মীদের ওপর পুলিশ অতির্কিত হামলা করেছে। এতে আমার বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। অনেক নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। এই হামলা পুলিশের স্বৈরাচারী মনোভাব। শুধু আমার মিছিরের ওপর বারবার পুলিশ হামলা করে। অবিলম্বে এই হামলা বন্ধ ও আটকদের মুক্তি দাবি করছি।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দীন বলেন, বিএনপির নেতাকর্মীরা জেলা প্রশাসকের প্রবেশপথের সামনে সরকারি স্থাপনা ভাঙচুর করতে শুরু করে। সেটি প্রতিরোধ করতে যায় পুলিশ সদস্যরা। সেখান থেকে পুলিশের ওপর হামলা করে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনায় পুলিশের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করেছেন। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ ঘটনায় শহরজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ