নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিনিবাস থেকে মছিবুর রহমান (৩৬) নামে এক হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে শিমরাইল মোড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
নিহত মছিবুর রহমান ঢাকার বাড্ডার মগারদিয়া এলাকার মজিবুরের ছেলে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গতকাল রাতে কোমল মিনিবাসের ভেতরে ঘুমিয়ে পড়ে সে। সকালে বাসের অন্যান্য স্টাফরা তাকে ডাকতে গিয়ে দেখতে পায় তার দেহ বাসে পড়ে আছে। পরে তারা খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তিনি আরও জানান, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। গাড়ির অন্যান্য স্টাফদের ধারণা, হয়তো ঘুমন্ত অবস্থায় সে স্ট্রোক করে মারা গেছে। তবে এটি হত্যাকাণ্ড, নাকি স্বাভাবিক মৃত্যু, তা জানার জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা সম্ভব। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এমআই