লালমনিরহাটের হাতিবান্ধায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন উদ্ধার করা যুবকের নাম জালাল উদ্দীন। নিহতের বাড়ি থকে অর্ধগলিত মরদেহ উদ্ধার হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওসি শাহা আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।বিডি প্রতিদিন/এএম