শেরপুরের নালিতাবাড়ীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে পাঁচ মাসের এক কন্যা শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার যোগানিয়া কান্দাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত শিশু আদিবাকে শেরপুর সদর হাসপাতালে আনার সময় শুক্রবার রাতে সে মারা যায়।
শিশুর বাবা ময়ছর আলী বাদী হয়ে মামলা করলে নালিতাবাড়ী থানা পুলিশ আজ শনিবার অভিযুক্ত হুনুফা বেগম ও লাভলি খাতুন নামে দুই নারীকে গ্রেফতার করেছে।
নিহত শিশুর পরিবার ও এলাকাবাসীর দেওয়া তথ্যে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মো. ময়ছর উদ্দীন শুক্রবার বিকালে নিজ ভিটায় কলাগাছ লাগাতে যান। তখন তার জেঠাত ভাইয়ের ছেলে লিটন, হামিদুর, হুনুফা বেগম, লাভলি খাতুন বাধা দেন। ঝগড়ার একপর্যায়ে ময়ছরের স্ত্রী ফাতেমা বেগম ও তার কন্যাদের সাথে অভিযুক্তরা ঝগড়ায় লিপ্ত হন। ঝগড়ার একপর্যায়ে হুনুফা বেগম ও লিটনের স্ত্রী লাভলি বেগম, ফাতেমার কোল থেকে পাঁচ মাসের ওই শিশুকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় দেন। আহত অবস্থায় আদিবাকে প্রথমে নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা খারাপ হওয়ায় রাতে শেরপুর সদর হাসপাতালে আনার সময় আদিবা মারা যায়। আদিবার লাশ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য শেরপুর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নালিতাবাড়ী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. ফাহাদ রহমান জানান, আদিবার গলায় ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যা মামলা হয়েছে। দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ