সাভারের আশুলিয়ায় হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, হত্যার পর ঘরে গচ্ছিত রাখা পাঁচ লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় নিহতের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম সাহেরা বেগম (৫৫)। তিনি টাঙ্গাইলের দেলদুয়া থানার পরাইখালি গ্রামের মৃত বাদশা মিয়ার স্ত্রী। ছেলে-মেয়েদের নিয়ে তিনি বাড়ইপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয়রা বলেন, দুপুর ১২টার দিকে স্থানীয় এক প্রতিবেশী নিহতের মরদেহ হাত-পা বাঁধা অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে তারা ৯৯৯ পুলিশকে ফোন করে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের মেয়ে রুমা আক্তারের দাবি, তাদের বাসায় জমি কেনার জন্য ৫ লাখ টাকা গচ্ছিত ছিল। তার মাকে হত্যা করে সেই টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) সোহেল মোল্লা বলেন, প্রাথমিকভাবে ধারণা, তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে হত্যার কারণ এখনও নিশ্চিত নই। তদন্ত শেষে বিস্তরিত বলা যাবে। তবে পাশের রুমে যে ব্যক্তি থাকতো, তাকে সন্দেহের তালিকায় রেখেছি। তার মোবাইল ফোনটি বন্ধ পাচ্ছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একটি মামলা দায়ের করা হয়েছে মোবাইল ফোনের সূত্র ধরে আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান চলছে।
বিডি প্রতিদিন/হিমেল