গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয় অনগ্রসর জনগোষ্ঠী জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচীর আওয়াতায় ২৫ দিনব্যাপী বেসিক কম্পিউটার অপারেশন ও গবাদি পশুপালন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের মধুমতি সম্মেলন কক্ষে এ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক (উপ সচিব) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এ সময় গোপালগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ হারুন অর রশীদ, ঢাকা বিভাগীয় সমাজসেবা কার্যালয় কারিগরী প্রশিক্ষক জাহিদুল ইসলাম, গোপালগঞ্জ সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো: জুলফিকার আলী, প্রবেশন অফিসার আল আমিন মোল্লাসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন