"সুখে ভরবে আগামী দিন পেনশন এখন সার্বজনীন" এই স্লোগানে নেত্রকোনায় সার্বজনীন পেনশন স্কীম অবহিতকরণ বিষয়ক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১২ টায় জয়নগর সদর উপজেলা পরিষদের হলরুমে সমাবেশে সকল শ্রেণি পেশার নাগরিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষক, জনপ্রতিনিধি, স্থানীয় নেতৃবৃন্দ, এনজিও, সুশীল সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্থরের নাগরিকরা সমাবেশে অংশ নিয়েছেন।
উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে সুধী সমাবেশে সঞ্চয় স্কীম অবহিত করেন প্রোগ্রাম অফিসার মঞ্জুরুল হক। পরে সুধীদের পক্ষ থেকে নানা সুবিধা অসুবিধা ওঠে আসে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সুধী লেখক অধ্যাপক ননী গোপাল সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ূব আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক, তুহিন আক্তার, সাংবাদিক আলপনা বেগম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন