জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতত্বে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করা হবে উল্লেখ করে বলেন আজকের শিক্ষার্থীরাই স্মার্ট বাংলাদেশের কারিগর। এজন্য শিক্ষার্থীদের ভালভাবে পড়াশোনা করতে হবে। এই এসএসসি ফলাফল জীবন গড়ার প্রথম পর্ব শুরু হলো। প্রধামন্ত্রী শেখ হাসিনা শিক্ষাঙ্গনে ব্যাপক উন্নয়ন করায় দেশে এখন শিক্ষার হার বেশি। ঝরে পড়া শিক্ষার্থীরাও ভাল করছে। আধুনিক জ্ঞান, বিজ্ঞান প্রযুক্তিতে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।
মঙ্গলবার দিনাজপুর ইনস্টিটিউট এর আয়োজনে ইনস্টিটিউট প্রাঙ্গনে দিনাজপুর সদর উপজেলায় ১০১৪ জন এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
দিনাজপুর ইনস্টিটিউট এর সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর শিক্ষাবোর্ড এর চেয়ারম্যান প্রফেসর স ম আব্দুস সামাদ আজাদ, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করীম, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, সম্মাননা অনুষ্ঠানে আহবায়ক মোঃ সহিদুর রহমান পাটোয়ারী মোহন, দিনাজপুর ইনস্টিটিউট এর আভ্যন্তরীন হিসাব পরীক্ষক আতিকুর রহমান নিউ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউট এর সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী।
এ ছাড়াও বক্তব্য রাখেন দিনাজপুর ইনস্টিটিউট নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীবৃন্দ। সঞ্চালনে ছিলেন হারুন অর রশীদ।
আলোচনা সভা শেষে ১০১৪ জন কৃতী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।
শেষে নবরুপীর পরিবেশনায় এবং মার্শাল ব্যান্ডের গান পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া দিনব্যাপী বিশেষ স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করা হয় ইনস্টিটিউট প্রাঙ্গনে।
বিডি প্রতিদিন/এএ