বাজারে দ্রব্যমূল্য অত্যাধিক বেড়ে যাওয়ায়, এই অজুহাতে ৮ দিন ধরে বন্ধ রয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলের ডাইনিং। গত ২৮ আগস্ট দুপুর থেকে ডাইনিং বন্ধ করেছে হল কর্তৃপক্ষ। এতে ৪ শতাধিক শিক্ষার্থী খাবার নিয়ে চরম বিপাকে পড়েছেন। হল কর্তৃপক্ষ বলছে দ্রব্যমূল্য অত্যাধিক বেড়ে যাওয়ায় ৩৫ টাকায় এক বেলা খাওয়ানো সম্ভব হচ্ছে না বলে ডাইনিং বন্ধ রাখা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসে কোনো খাবারের দোকান বা রেস্টুরেন্ট না থাকায় শিক্ষার্থীরা হলের ক্যাফেটেরিয়ায় খাবার খেতেন। হলের ডাইনিং বন্ধ হওয়ায় তারা সমস্যায় পড়েছেন। প্রতিবেলা খাবার বাইরের হোটেলে খেতে অতিরিক্ত টাকা খরচ হচ্ছে তাদের। এছাড়া বাইরে খেতে যাওয়ায় বাড়তি সময়ও নষ্ট হচ্ছে।
শিক্ষার্থী ইমন বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে ডাইনিং বন্ধ। শিক্ষার্থীরা কষ্টে আছে অথচ এ বিষয়ে হল কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ নেই। দুই বেলা ৭০ টাকা দিয়ে খাবার খেলেও তাদের লস হয় এই অজুহাতে ডাইনিং বন্ধ করে দিয়েছে। অথচ এখনও রংপুরের অনেক মেসে এখনো ৬০ টাকায় তিন বেলা খাবার পাওয়া যায়।
শহীদ মুখতার ইলাহী হলের সহকারী রেজিস্ট্রার আল-আমিন বলেন, হলের ডাইনিংয়ের দায়িত্ব যাকেই দেওয়া হচ্ছে তিনি কয়েক দিন দায়িত্ব পালনের পর বলছেন দ্রব্যমূল্যের দাম বেশি হওয়ায় ৩৫ টাকা মিল রেটে খাওয়ানো সম্ভব নয় বলে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন।
শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট শাহীনুর রহমান বলেন, খাবারের দাম না বাড়ালে কেউ ডাইনিংয়ের দায়িত্ব নিতে চাচ্ছে না তাই বন্ধ রয়েছে। চলতি সপ্তাহেই বসে ডাইনিং খোলার জন্য পদক্ষেপ নেয়া হবে তিনি জানান।
বিডি প্রতিদিন/এএ