ফেনীতে ২৬ বছর বয়সী এক যুবতীকে গণধর্ষণের অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদপুর জেলার হাজীগঞ্জের বাসিন্দা বিধবা ওই নারী কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নে দুই বাচ্চাকে নিয়ে বাসা ভাড়া করে থাকেন। তিনি ভিক্ষা করতে আসেন ফেনী সদর উপজেলার ছনুয়া ইউনিয়নে। এসময় বখাটেরা তাকে গণধর্ষণ করে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে সদর উপজেলার ছনুয়া ইউনিয়নের এবিএম ব্রিক ফিল্ডের একটি শ্রমিকদের ম্যাচে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ৮ জনের নাম উল্লেখ করে ও ৩ জনকে অজ্ঞাত করে মোট ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলা দায়েরের পর রাতে পুলিশ জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- নোয়াখালী জেলার হাতিয়া থানার জামাল মিস্ত্রির ছেলে মো. সমির (২৭), একই থানার আব্দুর মোনাফের ছেলে দেলোয়ার হোসেন (২২), একই থানার মোহাম্মদ জহির এর ছেলে মোহাম্মদ তারেক( ১৯), সুধারাম থানার আব্দুস সোবানের ছেলে মোহাম্মদ রমজান আলী(১৯), একই থানার আলী হোসেনের ছেলে মোহাম্মদ বাবু(১৯)।
এছাড়াও পলাতক রয়েছে নোয়াখালীর হাতিয়া থানার রুহুল আমিনের ছেলে মোহাম্মদ মেহেরাজ (৩২) ও মোহাম্মদ রিদন (৩০) তবে তার পরিচয় পায়নি পুলিশ।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান, গ্রেফতাকৃতদের আজ আদালতে পাঠানো হয়েছে। এছাড়াও বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম