ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার হাওড়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে আবু কাউছার ভূঁইয়া নামের এক যুবলীগ নেতাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আবু কাউছার ভূঁইয়া মোগড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি।
মঙ্গলবার দুপুরে উপজেলা মোগড়া ইউনিয়নের ছয়ঘরিয়া এলাকায় হাওড়া নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত চক্রবর্তী বলেন, বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করে ব্যবসা চালিয়ে আসছিলেন। এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে আবু কাউছার ভূঁইয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে
বিডি প্রতিদিন/হিমেল