বাগেরহাটে মায়ের সাথে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে অঙ্কিতা দাস নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ফকিরহাট উপজেলার ডহাজারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত চার বছরের শিশু অঙ্কিতা দাস উপজেলার ডহাজারী গ্রামের মৎস্য খামারি পলাশ দাসের মেয়ে।
বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক (ওসি) বাবুল আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ফকিরহাট উপজেলার ডহাজারী গ্রামের মৎস্য খামারি পলাশ দাসের স্ত্রী অনিতা দাস প্রতিদিনের মতো তার চার বছরের শিশু অঙ্কিতা দাসকে সাথে নিয়ে বাড়ির পশ্চিম পাশের পুকুরে গোসল করতে নামেন।
গোসল করা অবস্থায় মায়ের অসাবধানতায় শিশুটি পুকুরের পানিতে ডুবে যায়। কিছু সময় পর শিশুটিকে না দেখতে পেয়ে তার মা ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা পুকুরের তলদেশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
বিডি প্রতিদিন/এমআই