ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই মাসের শিশুসহ মা-মেয়ের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম রিপা আক্তার এবং তার মেয়ে ফাতেমা বেগম। রিপা ওই একাকার মো: নসু গাইনের মেয়ে।
স্থানীয়রা জানান, রিপার তার স্বামীর সাথে ঢাকায় থাকেন। সম্প্রতি তিনি বাবার বাড়ি আসেন। বেশ কয়েকদিন ধরে রিপা ও তার মেয়ে ফাতেমা অসুস্থ ছিলেন। আজ মঙ্গলবার সকালে রিপা তার মেয়েকে কোলে নিয়ে পুকুরে মুখ ধোয়ার জন্য যান। ওই সময় অসাবধানতা বশত মা মেয়ে দুইজনেই পানিতে পড়ে যায়। পরে বাড়ির লোকজন মা ও মেয়ের মৃতদেহ পুকুরে ভাসতে দেখে।
লালমোহন থানার ওসি মো: মাহাবুবুর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ