১৭ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:১০

গোপালগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে গোপালগঞ্জে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।

আজ দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।

গোপালগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ফয়েজ আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফসহ আরো অনেকে অনেকে বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, গোপালগঞ্জ জেলার ৫ উপজেলায় একযোগে আজ রবিবার থেকে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। এ মেলায় বিভিন্ন দপ্তর স্টল নিয়ে অংশগ্রহণ করেছে। স্টলগুলোতে গোপালগঞ্জ জেলার অবকাঠামো, সড়ক যোগাযোগ সহ বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা হচ্ছে। 

এরআগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে গোপালগঞ্জ সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে গিয়ে র‌্যালিটি শেষ হয়। পরে বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উন্নয়ন মেলার উদ্বোধন করেন অতিথিরা। এরপর জেলা প্রশাসকসহ অতিথিরা উন্নয়ন মেলার স্টলগুলো ঘুরেঘুরে দেখেন।
 
উল্লেখ্য, ‘সেবা ও উন্নয়নের দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার’ এ প্রতিপাদ্যে আয়োজিত উন্নয়ন মেলায় সর্বজনীন পেনশনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচার ও প্রচারণা চালানো হচ্ছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর