চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকা থেকে কক্সবাজারের টেকনাফের ৫ মাদক বিক্রেতাকে ৫ হাজার পিস ইয়াবাসহ পুলিশ আটক করেছে। বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।
আজ ভোরে সদর উপজেলার হানারচর ইউনিয়নে ৩নং ওয়ার্ডের হরিনা ফেরিঘাট এলাকার জাহিদ হোটেলের সামনে রাস্তার উপর হতে সদর মডেল থানা পুলিশ তাদের আটক করেছে।
আটক মাদক বিক্রেতারা হলো কক্সবাজার জেলার টেকনাফ থানার পশ্চিম সাতঘরিয়ার মো: দেলোয়ার (৪৩) , সাতঘরিয়ার ফয়েজ উদ্দিন হারিছ (২৮) , কারাংখালী পূর্ব পাড়ার রেদোয়ান (২৫), পূর্ব সাতঘরিয়ার নয়াবাজার এলাকার সোনা মিয়া (৩৫) ও একই এলাকার মো: মিজান (২১)।
অভিযান পরিচালনা করেন সদর মডেল থানার এসআই মো: হুমায়ুন কবির, এএসআই মো: শহীদুল্লাহ, মোঃ হেলাল উদ্দিনসহ থানার একটি চৌকস দল।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো: শেখ মুহসীন আলম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। জেলাকে মাদক মুক্ত করতে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ সদর মডেল থানা। আমাদের এই অভিযান চলমান থাকবে।
বিডি প্রতিদিন/এএ