২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:০৭

বাস উল্টে হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক, রংপুর:

বাস উল্টে হেলপার নিহত

রংপুর মিঠাপুকুর উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে হেলপারের মৃত্যু হয়েছে। বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ফুলবাড়ি থেকে রংপুর আসার পথে পেট্রোল পাম্পের কাছে এলে সামনের চাকা পাংচার হয়ে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে তাৎক্ষনিক হেল্পারের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে নিহত হেল্পারের লাশ উদ্ধারসহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বড়দরগা হাইওয়ে থানার ওসি সোলায়মান শেখ বলেন, নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর