বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মাদক সেবেনর দায়ে জাকির সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালেউপজেলা নির্বাহী কর্মকর্তা দন্ড ঘোষনার পর তাকে দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। জাকির সরদার ওই উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের সৈয়দ আলী সরদারের ছেলে।
ভ্র্যাম্যমান আদালত সূত্র জানায়, জাকির একাধিক মাদক মামলার আসামী এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী। সকালে জাকির সরদারকে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। জাকির মাদক সেবনের কথা স্বীকার করে। এ সময় ভ্রাম্যমান আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয় বলে জানান ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারি ছিদ্দিকুর রহমান।
বিডি প্রতিদিন/এএম