আগামী ১০ অক্টোবর পদ্মাসেতু দিয়ে রেল চলাচলের উদ্বোধন করতে ফরিদপুরের ভাঙ্গায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ৩টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় পুলিশ সুপার মো: শাহজাহান, জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফসহ জেলা ও উপজেলার সকল দপ্তরের প্রধানগণ এবং আওয়ামী লীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ উদ্বোধনের মাধ্যমে রেলে চড়ে পদ্মাসেতু পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গা জংসনে আসবেন। পরে ভাঙ্গা স্টেডিয়ামে জনসভায় অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন