ময়মনসিংহের ফুলপুরে বাড়ির পাশে গর্তের পানিতে ডুবে জান্নাতুল নামে দুই বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের পুড়াপুটিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। সে ওই গ্রামের তাফাজ্জল হোসেনের ছোট কন্যা।
জানা গেছে, জান্নাতুল বাড়ির পাশে একটি গর্তের পাড়ে খেলাধুলা করছিল। পরে হঠাৎ সে গর্তের পানিতে পড়ে ডুবে যায়, কিন্তু কেউ তা টের পায়নি। এরপর তাকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। এক পর্যায়ে গর্তের পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।এ ব্যাপারে ফুলপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/কালাম