শেরপুরের নকলা উপজেলার পাইসকা বাইপাস থেকে চার কেজি গাঁজার দুটি বস্তাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম মোহাম্মদ সোহেল মিয়া। বৃহস্পতিবার নকলা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কৃত সোহেল মিয়া নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলা শ্রীরাম খোলা গ্রামের আব্দুর রহমানের ছেলে। গ্রেফতারকৃত সোহেলের বেশ হুজুরের মত হলেও তিনি আসলে মাদক ব্যবসা করেন। পুলিশের দাবি, তিনি এক সময় মাদ্রাসা লাইনে কিছু পড়াশুনা করেছেন। পুলিশের চোখ ফাঁকি দিতে সোহেল ওই বেশ ধরেছেন।
নকলা থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় নকলা থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মো. সোহেলকে গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ বিষয়ে থানায় নিয়মিত মামলা হয়েছে। সোহেলকে আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে।বিডি প্রতিদিন/এএম