'স্মার্ট বাংলাদেশ নির্মাণে উৎপাদনশীলতা'-এই শ্লোগানের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
সোমবার (০২ অক্টোবর) সকালে গাংনী উপজেলা পরিষদেও উদ্যোগে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেকের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বও থেকে একটি র্যালি বের হয়ে গাংনী শহর প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলেঅচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। এছাড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিনসহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ